রান্না করতে গিয়ে গ্যাস ওভেনের ওপর তেল-মসলা ছিটকানো, ওভেনের ওপর ভাতের মাড় ও দুধ উপচে পড়া প্রায় প্রতিটি রান্নাঘরেরই একই চিত্র। তাই প্রতিদিনই রান্নাঘরের চুলা পরিষ্কার করতে হয়। না হলে ময়লা জমে চুলা খারাপ হওয়ার আশঙ্কা থাকে।
লেবুর রসের মতো লেবুর খোসাও কিন্তু নানা কাজে লাগে। লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর লেবুর খোসাতে ওই মিশ্রণটি নিয়ে গ্যাসের ওপরে ঘষে ঘষে দাগছোপ তুলে নিন।