সিলেট-ঢাকা মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। পুলিশ, ফায়ার সার্ভিস, যাত্রী কল্যাণ সমিতি ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র বলছে, গত ১৫ দিনে এই সড়কে উল্লেখ্যযোগ দুর্ঘটনার মধ্যে ৪ জুন ভোরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তগঞ্জের সুদিয়াখলা এলাকায় এ সংঘর্ষে তিনজন নিহত হন। ৩ জুন মাধবপুর উপজেলার কাউসারনগর এলাকায় পিকআপভ্যানের চাপায় পথচারী, ২৬ মে মাজার জিয়ারতে যাওয়ার পথে বাহুবলের মৌচাক এলাকায় তিন নারী যাত্রী এবং একই দিন পৃথক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। সর্বশেষ আজ ১৪ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।