আগামী এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে আসরটি আয়োজনের প্রস্তাব করেছে। যেখানে চারটি ম্যাচ হবে পাকিস্তানে। ভারতের ম্যাচসহ বাকিগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, পাকিস্তানের প্রস্তাবিত ওই হাইব্রিড মডেলের এশিয়া কাপে অনাস্থা জানিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পুরো আসরটি নিরপেক্ষ ভেন্যু বা এক দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে বোর্ড তিনটি।
শেষ পর্যন্ত এশিয়া কাপের হাইব্রিড মডেল বাতিল হলে আসর থেকে আয়োজক পাকিস্তান সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। পিসিবির সামনে তখন নাকি দুটো পথ খোলা থাকবে- নিরপেক্ষ ভেন্যুতে খেলা নয়তো নাম প্রত্যাহার করা। পিসিবি দ্বিতীয় পথই বেছে নেবে।