বাগেরহাট: মোংলা বন্দর দিয়ে ঢাকার ১০ পোশাক কারখানার পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ ‘এমভি মার্সক কিনঝো’। পদ্মা সেতুর সুফল পাচ্ছেন দেশের পোশাক কারখানার ব্যবসায়ীরা।
গত বছরের ২৫ জুন সেতু উদ্বোধনের পরে পোশাক কারখানার বিপুল পরিমাণ রেডিমেড পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব কম হওয়ায় খরচ কমাতে এই বন্দরকে বেছে নিয়েছে পোশাক কারখানার ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় ঢাকার ১০টি গার্মেন্টসের বিপুল পরিমাণ পণ্য নিয়ে মঙ্গলবার (৬ জুন) দুপুরের দিকে মোংলা বন্দরের ৫ নম্বর জেটি থেকে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে এমভি মার্সক কিনঝো। এনিয়ে পদ্মা সেতু চালু হওয়ার পর পঞ্চমবারের মতো পোশাক কারখানার পণ্য রপ্তানি হলো মোংলা বন্দর দিয়ে। সেতু চলার পরে প্রথম চালান গিয়েছিল গত ২৭ জুলাই।