বিশ্বের সবচেয়ে বড় টি-শার্টটি লম্বায় ৩৫৮ ফুট (১০৮.৯৬ মিটার) ও প্রস্থে ২৪১ ফুটেরও (৭৩.৪৮ মিটার) বেশি। এটি তৈরি করেছেন রোমানিয়ান অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়াশিয়া ১১ইভেন, খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কাউফল্যান্ড রোমানিয়া ও ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফেডেরেশিয়া রোমানা মিলে।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এটিকে বিশ্বের সবচেয়ে বড় টি-শার্টের স্বীকৃতি দিয়েছে। টি-শার্টটি রোমানিয়ার রাজধানী বুখারেস্টের আর্কুল ডে ট্রায়াম্ফ ন্যাশনাল রাগবি স্টেডিয়ামের মাঠজুড়ে বিছিয়ে দেওয়া হয়েছিল। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পাঁচ লাখ পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল।