বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির বিবাহবিচ্ছেদের মামলা ঝুলে আছে আদালতে। এরমধ্যে আলিয়ার জীবনের বসন্তের আভাস। অন্য এক পুরুষের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি বিবাহবিচ্ছেদের আগেই নতুন করে প্রেমে পড়লেন আলিয়া? এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, নওয়াজের সঙ্গে তিক্ততার অধ্যায় ভুলে জীবনে এগোতে চান তিনি।
আলিয়া বলেন, আমি জীবনের ওই অধ্যায় পিছনে ফেলে এগিয়ে এসেছি। এই বন্ধুটির সঙ্গে আমার সম্পর্ক স্রেফ বন্ধুত্বের নয়, সেই সম্পর্ক বন্ধুত্বের থেকে আরও কিছুটা গাঢ়। তবে একে অপরের প্রতি এখনই কোনো রকম অঙ্গীকার করতে চাই না আমরা।