আওয়ামী লীগ সংকট উতরাতে পারবে তো?

জাগো নিউজ ২৪ মোনায়েম সরকার প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ০৯:৩৫

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে শুরু হয়েছে লোডশেডিং। বিশ্বব্যাপী গ্যাস, তেল ও কয়লার দাম বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোডশেডিং ও মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এখন জ্বালানি কেনা খুবই কঠিন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইতিমধ্যে কাতার ও ওমানের সঙ্গে আমাদের চুক্তি সই হয়েছে। আমরা জলবিদ্যুৎ আমদানির ব্যবস্থা নিয়েছি। কয়লা কেনার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎকেন্দ্রগুলো আমরা আবার চালু করতে পারি।’


শতভাগ বিদ্যুতায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। কিন্তু এখন তেল, গ্যাস, কয়লার দাম বেড়ে গেছে। সব থেকে অবাক, কয়লাই পাওয়া যাচ্ছে না। আগে একসময় যারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে আন্তর্জাতিকভাবে, তারাই এখন আবার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে। যার জন্য আমাদের কিনে আনতে সমস্যা হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us