গরম বাড়ছে। সূর্যের তাপ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অথচ ত্বকে ট্যান পড়বে না তা কী করে হয়। বিশেষ করে বাইরে বেরোতে হয় যাঁদের, এই সমস্যা আরও বেশি করে দেখা যায় সে ক্ষেত্রে। ট্যান পড়লে তা দূর করতে চেষ্টার খামতি রাখেন না কেউই। কিন্তু এই চেষ্টা যদি কিছুটা আগে করা যায়, তা হলে আর এত সমস্যাই হওয়ার কথা নয়। ট্যান আটকানোর কিছু উপায় রয়েছে। সেগুলি যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু আখেড়ে লাভ আপনারই।