চউক কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: গণপূর্তমন্ত্রী
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, 'কাজের গতি বাড়াতে গিয়ে যদি কোন প্রতিকূলতা থাকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা দেওয়া হবে। তবে কোনোভাবেই কোন অজুহাতে উন্নয়ন প্রকল্প থমকে থাকবে, গতি স্তিমিত হয়ে যাবে আর চট্টগ্রামের মানুষ ভোগান্তির শিকার হবে, এর দায়ভার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বা তার কাঁধে যাবে- এটা কোনোভাবেই কাম্য নয়।'