প্যারিসে সন্ত্রাসী হামলায় খুন হয়েছেন প্রবাসী বাংলাদেশি যুবক চৌধুরী আবুল খায়ের। সন্ত্রাসীরা তাকে হত্যা করে রাস্তার পাশে বাগানে ফেলে যায়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আবুল খায়ের সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনদের তথ্যমতে- গত ২৩ মে থেকে আবুল খায়ের নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিলেন না।
জানা গেছে- গত ২৬ মে প্যারিসের অদূরে ‘‘Boussy Saint-Antoine’’ ট্রেন স্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করলেও পুলিশ তার পরিচয় নিশ্চিত হতে পারেনি। উদ্ধারের সময় নিহতের পকেটে বাংলাভাষায় লিখিত একটি কাগজ দেখতে পেয়ে তারা ধারণা করেন, নিহত ব্যক্তি বাংলাদেশি হতে পারে।