You have reached your daily news limit

Please log in to continue


সিজিপিএ ৪-এ ৪, এখন কে কোথায় আছেন

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলের জন্য দেওয়া হয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক। ২০০৫ সাল থেকে এই পদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত ৩০ এপ্রিল ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’–এর জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে ইউজিসি। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯ জন করে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৫ জনসহ মোট ১৭৮ জনের নাম আছে। যাঁদের মধ্যে তিনজনের সিজিপিএ ৪.০। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের শায়ান শাহরিয়ার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের জাকিয়া ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের শারমিন আক্তার। বিশ্ববিদ্যালয়ে চারে চার সিজিপিএ ধরে রাখা তো চাট্টিখানি কথা নয়। কীভাবে প্রতিটি সেমিস্টারেই তাঁরা ভালো ফল ধরে রেখেছিলেন, এখন কে কোথায় আছেন, জানতে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন