আশির দশকেও ঢাকা শহরে ছিল অন্তত দুই হাজার পুকুর। অপরিকল্পিত নগরায়ণ, কর্তৃপক্ষের অবহেলা, দখলবাজি ও মানুষের পরিবেশবিষয়ক অসচেতনতার কারণে সেসব পুকুর হারিয়ে গেছে। পাঁচ বছর আগেও এ শহরে পুকুর ছিল ১০০টি, সেই সংখ্যা এখন ৩০টির কম। ঢাকা শহরের যে ভয়াবহ দাবদাহ, তার অন্যতম কারণও জলাশয় কমে যাওয়া।
আর এর বিপদ আরও বেশি টের পাওয়া যায় বড় কোনো অগ্নিদুর্ঘটনা ও গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটলে। যেমনটি এ বছর সিদ্দিকবাজার ও বঙ্গবাজারে আমরা দেখেছি। এমন পরিস্থিতিতে ঢাকার কোনোমতে টিকে থাকা পুকুরগুলো রক্ষার দাবি জোরালো হচ্ছে।
সেখানে রাজধানীর গেন্ডারিয়ার শত বছরের পুরোনো ডিআইটি প্লট পুকুর দখল করতে উঠেপড়ে লেগেছে স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর পরিবার। তঁাদের ক্ষমতাচর্চার কাছে এলাকাবাসী কোণঠাসা হয়ে আছেন। বিষয়টিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি।