স্কুল-কলেজে রবীন্দ্র-নজরুলকে স্মরণের সময় আজ কোথায়! শুধু রবীন্দ্র-নজরুল উৎসব নয়, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন দিবসে অনুষ্ঠান উদ্যাপন যেন চিরতরে হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। শিক্ষকেরা যদি কোচিং–বাণিজ্যে বিভোর হয়ে থাকেন, তাহলে স্কুল-কলেজে রবীন্দ্র-নজরুলকে স্মরণ করে উৎসব আয়োজন হবে কীভাবে!
কিছুদিন আগেই গেল রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ, আর এগারোই জ্যৈষ্ঠ পেরিয়ে গেল কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। বর্তমানে আমি বসবাস করি ঢাকার রূপনগর আবাসিক এলাকায়। এই এলাকায় একাধিক স্কুল-কলেজ রয়েছে। এর কোথাও ইদানীং নজরুল-রবীন্দ্রজয়ন্তী হতে দেখিনি। শুধু চোখে পড়ে স্কুল-কলেজের শিক্ষকেরা প্রতিনিয়ত কোচিং–বাণিজ্য নিয়ে ব্যতিব্যস্ত। তাহলে স্কুল-কলেজ থেকে বিচিত্রানুষ্ঠান বা সাংস্কৃতিক উৎসব হারিয়ে যাওয়ার জন্য বর্তমানকালের শিক্ষাপদ্ধতিই কি দায়ী নয়?