উৎসে করে পাঁচ বছর ছাড় চায় বিজিএমইএ

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১৯:১১

চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসে কর আগামী ৫ বছরের জন্য শূন্য দশমিক ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বর্তমানে এ হার ১ শতাংশ। গতকাল শুক্রবার তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘প্রস্তাবিত বাজেটে আমরা রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা খুঁজে পাইনি। এ জন্য চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ খাতে উৎসে কর ২০২১-২২ অর্থবছরের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ ধার্য করে আগামী ৫ বছর পর্যন্ত তা কার্যকর রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’


এ ছাড়া এই খাতে নগদ সহায়তার ওপর আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, নগদ সহায়তা কোনো ব্যবসায়িক আয় নয়, তাই নগদ সহায়তার অর্থকে করের আওতার বাইরে রাখা যুক্তিযুক্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us