চিকিৎসক-সংকটে সেবা ব্যাহত

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১৮:৩০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি তেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ায় অ্যাম্বুলেন্স সেবাও ব্যাহত হচ্ছে।


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ ২৫টি পদ রয়েছে। এর মধ্যে ১০টি পদ শূন্য। জুনিয়র বিশেষজ্ঞের ১০টি পদের মধ্যে সার্জারি, কার্ডিওলজি, শিশু, চক্ষু, চর্ম ও যৌনরোগ এবং নাক, কান, গলাসহ (ইএনটি) ছয়টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া এখানে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তাসহ (ইএমও), ডেন্টাল সার্জন, চিকিৎসা কর্মকর্তাসহ চারটি পদ শূন্য। ২০১৮ সালের অক্টোবর থেকে এখানে শিশুবিশেষজ্ঞ নেই। এখানে এখানে জুনিয়র বিশেষজ্ঞ গাইনি, মেডিসিন, অর্থোপেডিকস ও অবেদনবিদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), ছয় জন চিকিৎসা কর্মকর্তা, একজন আইএমও, একজন প্যাথলজিস্ট, এবং একজন সহকারী সার্জন কর্মরত অছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us