ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গত চার মাস ধরে আন্দোলন করছেন দেশটির আন্তর্জাতিক পদকপ্রাপ্ত কুস্তিগিরেরা। তাদের দাবি, ব্রিজভূষণ শরণ সিংয়ের পদত্যাগ ও বিচার। কিন্তু এখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা তাদের সমস্ত পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
কুস্তিগিরেরা দিল্লি পুলিশের কাছে এফআইআর করেছেন। সেখানে একাধিক অভিযোগ করেছেন তারা। বেশ কয়েকজন নারী কুস্তিগির এফআইআরে জানিয়েছেন, তাদের ওপর কী ভাবে যৌননির্যাতন করেছেন ব্রিজভূষণ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।