ভারতের কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০। আহত হয়েছেন অন্তত ৩০০ যাত্রী।
শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ওডিশার বালাসোরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, চেন্নাইগামী করমন্ডল ট্রেনটির কয়েকটি বগি বালাসোর এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। এ সময় পাশের এই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে আসছিল কলকাতাগামী একটি ট্রেন। ট্রেনটি এসে করমন্ডলের পড়ে যাওয়া বগিগুলোতে সজোরে ধাক্কা খায়।