বৃহস্পতিবার (১ জুন) সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা।
বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানতে দেশ রূপান্তর কথা বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে।
রাজধানীর কাঁঠালবাগান এলাকার বাসিন্দা আল আমিন বলেন, করোনা পরবর্তী সময় থেকে মধ্যবিত্তদের জীবন কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। গতকাল যে বাজেট উপস্থাপন করলেন মন্ত্রী সেখানে তো মধ্যবিত্তদের জন্য কিছু নেই। বাজেট ঘোষণার পর এখন দেখা যাক বাজারে কি পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ে।