সুন্দরবন, বঙ্গোপসাগরের তীর ঘেঁষে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। বাংলাদেশের গর্ব করার মতো যে কয়টা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার মধ্যে সুন্দরবন একটি। এটি শুধু বাংলাদেশের সম্পদ নয় বরং পৃথিবীর সম্পদ।
দেশকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র প্রাকৃতিক দূর্গ। বাংলাদেশে সবশেষ আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। মোখার আগের ঘূর্ণিঝড় সিত্রাংকে প্রতিহত করে বরাবরের মতোই নিজের সক্ষমতার পরিচয় দিয়েছে এই বৃহৎ ম্যানগ্রোভ বনটি। ইউনেস্কো অনেক আগেই সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ ঘোষণা করেছে এবং এর প্রাকৃতিক পরিবেশ রক্ষার তাগিদ দিয়ে যাচ্ছে। কিন্তু অমূল্য সম্পদ রক্ষণাবেক্ষণে তদারকের কোনো বালাই নেই, বরং নানাভাবে সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে।