২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাইসাইকেলের দাম বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। স্থানীয় বাইসাইকেল উৎপাদনকারী শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে দেশীয় উদ্যোক্তারা স্প্রোকেট ও ফ্রি হুইল উৎপাদন করে থাকেন।
ফলে ফ্রি হুইল স্প্রোকেট হুইল বাইসাইকেলসহ এ জাতীয় বাইসাইকেল পার্টসের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে৷
বৃহস্পতিবার (১ জুন) ২০২৩ -২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্য এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ফ ম মুস্তফা কামাল৷
এর আগে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।