সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে।
বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সময় বরাদ্দের সিদ্ধান্ত হয়।
তবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চাইলে আলোচনার সময় বাড়াতে পারবেন। বৈঠক থেকে তাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই বাজেটের আকার ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে পারে বলে আভাস মিলেছে।
রাজস্ব আদায় বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের দেওয়া বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে থাকছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের সঙ্গে জাতীয় নির্বাচনের মাস ছয়েক আগে বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটও হতে যাচ্ছে এটি। এবারেরটি নিয়ে মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন।