বিদ্যুৎবিল ডিজিটাল পদ্ধতিতে আদায়ের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিটক জানায়, এই চুক্তির আওতায় টেলিটকের সিস্টেম ব্যবহার করে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের পোস্ট পেইড বিদ্যুৎ বিল নেওয়া হবে।
টেলিটকের মার্কেটিং অ্যান্ড ভ্যাস এর মহাব্যবস্থাপক তাহমিনা খাতুন এবং বাপবিবো সচিব হাসিনা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাস, টেলিটকের নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. হোসেন পাটোয়ারী এবং টেলিটকের অর্থ ও হিসাবের মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।