এমন মৃত্যু মেনে নেওয়া যায় না

protidinerbangladesh.com সম্পাদকীয় প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৬:৫১

চীনের নেতা মাও সেতুং লিখেছিলেন, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী। আমাদের সমাজে মাও সেতুংয়ের ওই মন্তব্য উদ্ধৃত করার মতো মর্মন্তুদ ঘটনা ঘটেই চলেছে। ২৯ মে রাজধানীর মহাখালীর রেলগেট এলাকায় নির্মাণাধীন উড়ালসড়ক থেকে এক শিশুর মাথায় রডবিদ্ধ হয়ে মারা যাওয়ায় ফের চীনের ওই নেতার মন্তব্যটি স্মরণ করিয়ে বেদনাকাতর করেছে। মর্মন্তুদ এমন ঘটনার জন্য নির্মাণ প্রকল্পে ঠিকাদারি সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট তদারককারীদের খামখেয়ালিপনা যুগপৎ জননিরাপত্তায় উদাসীনতা দায়ী বলে মনে করি। আমরা শোকাহত। আমরা ক্ষুব্ধ। এই মৃত্যু কেউই মেনে নিতে পারে না। একই সঙ্গে প্রশ্ন রাখতে চাই, দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় আর কত জীবনপ্রদীপ এভাবে নিভে যাবে। আমাদের স্মরণে আছে, অতীতে রাজধানীর মালিবাগ রেলগেট ও উত্তরায় উড়ালসড়কের গার্ডার পড়ে হতাহতের ঘটনা এক রক্তাক্ত হুশিয়ারি দিলেও নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত এবং সরকারের তদারকদের চৈতন্যোদয় ঘটেনি। বড় নির্মাণ প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি সংস্থা কতটা অনিরাপত্তা-অসতর্কতায় কাজ করছে, সর্বশেষ মহাখালী রেলগেটের ঘটনাটি এরই সাক্ষ্যপ্রমাণ হাজির করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us