আইসিসির প্রস্তাবিত পরবর্তী রাজস্ব-বন্টন মডেল নিয়ে এরই মধ্যে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্বল্পোন্নত ক্রিকেটীয় দেশগুলির মধ্যেও। আইসিসির সহযোগী দেশগুলির আশঙ্কা, প্রস্তাবিত এই কাঠামো অনুমোদন পেলে ক্রিকেটের প্রসার থমকে যেতে পারে।
২০২৪ থেকে ২০২৭ চক্রের জন্য এই কাঠামো তৈরি করেছে আইসিসি। আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির বোর্ড সভায় এটি অনুমোদন পেতে পারে।
এই মাসের শুরুর দিকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়, প্রস্তাবনা অনুযায়ী সামনের চার বছরে আইসিসির সম্ভাব্য আয় প্রতি বছর ৬০ কোটি মার্কিন ডলার। সেখান থেকে ভারতীয় বোর্ড একাই পাবে প্রতি বছরে ২৩ কোটি মার্কিন ডলার। যা মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ।