সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ২টি কার্গো বিমান কেনার প্রস্তাব দেয় ইউরোপের এয়ারলাইন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান এয়ারবাস। এ সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দিয়ে সরকার এয়ারবাস থেকে ২টি কার্গোসহ মোট ১০টি প্লেন কেনার প্রাথমিক আলোচনা শুরু করেছে। প্লেন কেনার পক্ষে ইতিবাচক আছেন খোদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এবার এয়ারবাসকে টেক্কা দিতে নতুন প্রস্তাব নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং।
বিমানের পুরোনো বন্ধু বোয়িং দ্রুততম সময়ের মধ্যে ৬টি বিমান ডেলিভারি দেওয়াসহ নানা অফার দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, বোয়িংয়ের পক্ষ থেকে বিমানকে অত্যাধুনিক ৪টি ৭৮৭-১০ এবং ২টি কার্গো এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো অর্ডার করলে দ্রুততম সময়ের মধ্যে (এয়ারবাসের তুলনায়) ডেলিভারি করা হবে। এছাড়া প্রস্তাবে বোয়িং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ও ইঞ্জিনিয়ারদের পৃথক ট্রেনিং দেওয়ার কথা বলেছে। ন্যূনতম খরচে বিমানের যাত্রীবাহী প্লেনকে কার্গো প্লেনে রূপান্তর করে দেওয়ার কথাও জানিয়েছে তারা।