স্পেনের একটি গ্রামে ৩০ সেকেন্ডেরও কম সময়ে স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আর এর মধ্য দিয়ে ওই গ্রামের বাসিন্দারা নিজেদের আগের রেকর্ড ভেঙেছেন। এর আগে ওই গ্রামে দ্রুততম সময়ে ভোট শেষ হওয়ার রেকর্ডটি ছিল ৩২ সেকেন্ডের।
স্পেনের ওই গ্রামটির নাম ভিলারোয়া। লা রিওজা প্রদেশের ছোট এ গ্রামটিতে নিবন্ধিত ভোটার আছেন সাতজন।
১৯৭৩ সাল থেকে ওই গ্রামে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন সালভাদর পেরেজ। স্পেনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাতজনের সবার ভোট পাব কি না, জানি না। তবে আমি অনেকটাই নিশ্চিত।’
পেরেজ বলেন, ভিলারোয়ার বাসিন্দারা ‘অনেক ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত’। সকালে ভোট শুরু হওয়া মাত্রই তাঁরা ভোট দিতে প্রস্তুত ছিলেন।
২৯ সেকেন্ড পরপরই গ্রামটিতে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। স্পেনে স্থানীয় নির্বাচনে সবার আগে ভোট গ্রহণ শেষ হওয়া আসনে পরিণত হয় এটি।
পেরেজ মনে করেন, তাঁর গ্রামের বাসিন্দারা সম্ভবত স্পেনেরই কাস্তিলা-লা-মানচা অঞ্চলের আরেকটি গ্রাম ইলেন দ্য ভাকাসের বাসিন্দাদের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দ্রুত ভোটদানে অনুপ্রাণিত হয়েছেন। ওই গ্রামে নিবন্ধিত ভোটার সংখ্যা তিনজন।