হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটিংয়ের সুরক্ষা দিতে আবারও নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার পর এবার চ্যাটিংয়ের গোপনীয়তা নিশ্চিতে নিয়ে এসেছে ‘অ্যাপ লক’ সুবিধা। এ সুবিধা চালু করলে আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না, চ্যাটিংও থাকবে নিরাপদ। পাশাপাশি অ্যাপ লক থাকা অবস্থায় চ্যাটিংয়ের নোটিফিকেশনও স্ক্রিনে আসবে না।
হোয়াটসঅ্যাপের এ ফিচার যা করে
-ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপ চ্যাট লক করে
- অ্যাপে নিয়মিত চ্যাট তালিকা থেকে কন্ট্যাক্ট বা গ্রুপ লুকিয়ে রাখে
- নোটিফিকেশন প্যানেল থেকে মেসেজ লুকিয়ে রাখে
- লক করা চ্যাটগুলোকে ডেডিকেটেড লকড চ্যাট বিভাগে স্থানান্তর করে দেয়
- বায়োমেট্রিক, পিন বা পাসওয়ার্ড দিয়ে চ্যাট লক করা যায়।
যা প্রয়োজনীয়
- ফোনে সক্রিয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
- হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করেছেন তা নিশ্চিত করুন
ব্যক্তিগত চ্যাট লক করবেন যেভাবে
- ফোনে আপডেট করা হোয়াটসঅ্যাপ খুলুন
- যার সঙ্গে চ্যাটিং লক করতে চান তার কন্ট্যাক্টে যান।
- ওই ব্যক্তির চ্যাট উইন্ডোটি খুলুন এবং ওপরে থাকা তাঁর নামে আলতো চাপুন
- স্ক্রল করে নিচে নেমে লক চ্যাট অপশন চাপুন
- এবার স্ক্রিন লক ব্যবহার করে টগল করুন এবং কোন পদ্ধতিতে লক করতে চান তা নির্বাচন করুন।
মনে রাখা দরকার, চ্যাটগুলো লক করতে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফোনের লক স্ক্রিন পদ্ধতি গ্রহণ করে।