দলের সংখ্যা বেড়েছে গত মৌসুমেই, ফলে দীর্ঘ হয়েছে আইপিএল। এবারও একই ফরম্যাটে চলা ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ শেষ হচ্ছে আজ। আহমেদাবাদের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে এখনকার চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। প্রথম আসরের রানার্সআপ চেন্নাই পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে সঙ্গে আইপিএলের প্রাইজমানি বা অর্থ পুরস্কার স্বাভাবিকভাবেই বেড়েছে বেশ কয়েক গুণ।
গুজরাট বা চেন্নাই—আজ যে দল চ্যাম্পিয়ন হবে, পকেটে পুরবে ২০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় সে অঙ্কটা প্রায় ২৬ কোটি। রানার্সআপ দলে ভাগে পাবে ১৩ কোটি রুপি। অবশ্য ২০১৬ সাল থেকেই চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি একই আছে। ২০১৯ সাল পর্যন্ত রানার্সআপ দল পেত ১১ কোটি, ২০২১ সাল থেকে সেটি বেড়ে হয়েছে ১৩ কোটি।