You have reached your daily news limit

Please log in to continue


এয়ারলাইনসটি জরুরি বহির্গমন দরজার পাশের আসনের টিকিটই বিক্রি বন্ধ করে দিল

অবতরণের আগেই এক যাত্রীর উড়োজাহাজের দরজা খুলে দেওয়ার ঘটনার পর এখন এয়ারলাইনসটি জরুরি বহির্গমন দরজার পাশের আসনের টিকিটই বিক্রি বন্ধ করে দিয়েছে। এয়ারলাইনসটি হলো দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইনস।

এয়ারলাইনসটি বার্তা সংস্থা এএফপিকে রোববার জানায়, এ৩২১-২০০ মডেলের উড়োজাহাজে জরুরি বহির্গমন দরজার পাশের ৩১এ ও ২৬এ—এই দুটি আসনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের এই মডেলের ১৪টি উড়োজাহাজ রয়েছে। ‘নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্লাইটে সব আসন পূর্ণ হয়ে গেলেও এই নিয়ম বহাল থাকবে।’

গত শুক্রবার এশিয়ানা এয়ারলাইনসের এক ফ্লাইটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি তখন মাটি থেকে ২০০ মিটার ওপরে ছিল। ১৯৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ থেকে দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বিমানবন্দরটি সিউল থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

উড়োজাহাজটি অবতরণের পরপরই দায়েগু পুলিশ ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ওই যাত্রী পরে পুলিশকে জানান, সম্প্রতি চাকরি হারিয়ে তিনি মানসিক চাপে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন