মঙ্গলবার ২৩ মে একটি সংবাদপত্রের শিরোনাম ছিল, ‘মানববন্ধনে ঢাবি শিক্ষক জামাল উদ্দিন : নির্বাচন ছাড়াই সংসদ ও সরকারের মেয়াদ ৫ বছর বৃদ্ধির প্রস্তাব’।
পত্রিকায় এমন একটি শিরোনাম দেখে যুগপৎ বিস্মিত ও হতাশ হয়েছি। দেশে এখন যত কিছু ঘটছে, সেগুলোর বেশির ভাগই হতাশা উদ্রেককারী।
কিন্তু উল্লিখিত শিরোনামের পর মূল সংবাদ পড়তে গিয়ে হতাশা যেন দ্বিগুণ হয়ে উঠল। পত্রিকার সংবাদ অংশে লেখা হয়েছে, ‘নির্বাচন ছাড়াই বর্তমান সংসদ ও সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ডাকা মানববন্ধনে দেওয়া বক্তব্যে এ প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে আওয়ামী লীগপন্থি হিসাবে পরিচিত জামাল উদ্দিন।