সিকম গ্রুপ ও সামুদা গ্রুপের যৌথ উদ্যোগে ডেল্টা অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ দেড় বছর আগে নারায়ণগঞ্জে ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে একটি কারখানা স্থাপন করে।
বাংলাদেশে স্বাস্থ্যকর ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভোজ্যতেল ও গম জাতীয় পণ্য উৎপাদন করাই ছিল তাদের লক্ষ্য।
সে অনুযায়ী কারখানায় সয়াবিন তেল, পাম অয়েল, সয়াবিন কেক, সয়া দুধ ও ময়দা উৎপাদনের জন্য প্রায় ২৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়।
কিন্তু গ্যাস সংযোগের অভাবে উৎপাদন শুরু করতে পারছে না ডেল্টা অ্যাগ্রো। ফলে কার্যক্রম শুরুর আগেই লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। প্রতি মাসে ব্যাংকের সুদও তাদের পরিশোধ করতে হচ্ছে।
২০২১ সালের ১০ নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে গ্যাস সংযোগের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি।