প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাঈনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন মঞ্জুরের পর তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আদালতে জামিননামা দাখিল করেছেন। আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে জানান, আমরা জামিননামা দাখিল করেছি। যেহেতু তাকে (নোবেল) কারাগারে পাঠানো হয়নি, তাই আদালতের হাজতখানা থেকেই মুক্তি পাবেন তিনি। আশা করছি আজই তিনি হাজতখানা থেকে মুক্তি পাবেন।
সোমবার (২২ মে) একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির। অন্যদিকে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।