You have reached your daily news limit

Please log in to continue


এআর ল্যাপটপ: চোখের সামনে ভার্চুয়াল পর্দা

মানুষ কফি শপে, হোটেল কক্ষে কিংবা যাত্রাপথে অনায়াসে প্রয়োজনীয় কাজটি ল্যাপটপে করে নিতে পারে। একসময়ের ছোট ইটসদৃশ কম্পিউটার ডিভাইসের পর্দা নাটকীয়ভাবে উন্নীত হতে হতে এখন বেশ বড় হয়েছে। তবে এখনও ল্যাপটপের ছোট পর্দার সীমাবদ্ধতা তো রয়েছেই। এই সমস্যার সমাধানে সাইটফুল নামে ইসরায়েলি কোম্পানি বিশেষ ধরনের ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়েছে।

এটি ল্যাপটপ থেকে সম্পূর্ণরূপে পর্দাকে বিচ্ছিন্ন করে এবং এটিকে হাওয়া তুলে রাখে! এটির ব্যবহারকারী যেখানেই তাকাবেন, দেখবেন ল্যাপটপের বড় পর্দা। এ ল্যাপটপের ‘ক্যানভাস’ নামক ভার্চুয়াল পর্দা দেখতে অবশ্য ব্যবহারকারীকে কোম্পানিটির তৈরি এআর চশমা পরে নিতে হবে। স্পেসটপ নামে এ চশমাটি ১০৮০ পিক্সেলসমৃদ্ধ ১০০ ইঞ্চি পর্যন্ত পর্দা প্রজেক্ট করতে পারবে। এ ল্যাপটপ ‘স্পেসটপ ওএস’ অপারেটিং সিস্টেম ব্যবহার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন