সুষ্ঠু পরিবেশ তৈরিতে কী করছে ইসি

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২২ মে ২০২৩, ০৮:৩৫

আমাদের দেশে যেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার কথা, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সে রকম আলামত দেখা যাচ্ছে না। ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন হবে।


এরপর যথাক্রমে ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোট হওয়ার কথা। বিএনপি আগেই সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। তারপরও অনেকে ধারণা করেছিলেন, সিলেটে দুবারের মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হতে পারেন। শেষ পর্যস্ত তিনি না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় পাঁচ সিটির নির্বাচনই হয়ে পড়েছে একতরফা।


নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন ব্যালটে করার ঘোষণা দিলেও সিটির ভোট কেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়ার সিদ্ধান্ত নিল, তা–ও বোধগম্য নয়। অন্য চার সিটিতে নির্বাচনী উত্তাপ না ছড়ালেও গাজীপুরে নির্বাচনী প্রচার শেষ পর্যায়ে। গাজীপুরে মেয়র পদে আটজন প্রার্থী থাকলেও ধারণা করা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মধ্যে। অন্য প্রার্থীদের তৎপরতা খুবই কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us