You have reached your daily news limit

Please log in to continue


সাতক্ষীরায় ২২৫ কোটি টাকার আমের বাজার

চলতি বছর সাতক্ষীরার বড় বাজারের আড়তে যে পরিমাণ আম আসছে প্রতিদিন, আগের বছরগুলোয় তেমন দেখা যায়নি। রেকর্ড পরিমাণ ফল বাজারে আসছে; দামও কম। গত বছর যে আম ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে, এবার তা ৪০ থেকে ৫০ টাকা। প্রতিদিন ৩০-৪০ ট্রাক আম জেলা থেকে দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। কথাগুলো বলছিলেন বড় বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম।

সাতক্ষীরার আম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছে। আট বছর ধরে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে এ আম। মাটির গুণ ও অনুকূল আবহাওয়ায় এ জেলায় উৎপাদিত আম বেশ সুস্বাদু। স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে ভরপুর এ ফল সুনাম কুড়িয়েছে ভোক্তা-মহলে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গাছে থোকায় থোকায় আম ধরেছে।

কৃষি বিভাগ বলছে, এবার চার হাজার ১১৫ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ টন। প্রতিদিন জেলা থেকে ট্রাকে এ ফল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর সাতক্ষীরায় যে পরিমাণ আম হয়েছে, তা যথাযথভাবে বাজারজাত করতে পারলে ২২৫ কোটি টাকায় বিক্রি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন