You have reached your daily news limit

Please log in to continue


জি–৭ শীর্ষ সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ইউক্রেন ও পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু

আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক পর্যায়ের যেকোনো শীর্ষ সম্মেলন সাধারণত বিশেষ কিছু নিয়ম অনুসরণ করে অনুষ্ঠিত হয়। সেরকম একটি নিয়ম হচ্ছে শেষ দিনে সবরকম আলোচনার শেষে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পর সম্মেলনের ঘোষণা প্রচার করা। এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে নেতৃবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য সমবেত সাংবাদিক সহ অন্যান্যদের কর্মব্যস্ততার।

তবে জাপানের হিরোশিমা শহরে আয়োজিত এবারের জি-৭ শীর্ষ সম্মেলন সেদিক থেকে ইতিমধ্যে ব্যাতিক্রমী হয়ে উঠেছে। শীর্ষ সম্মেলন শেষ হবে আজ রোববার সভাপতি রাষ্ট্রের সরকার প্রধান হিসাবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার মধ্যে দিয়ে। হিরোশিমা শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণা একদিন আগে, গতকাল শেষ বেলায় সেটি প্রচার করা হয়।

বলা হচ্ছে, ইউক্রেন সংকট ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে রাশিয়াকে আরও কিছুটা কোণঠাসা করার প্রয়াস হিসেবে এটা করা হয়েছে। জাপানের কিছু সংবাদমাধ্যমও সেই ইঙ্গিত দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন