২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নতুন ফরম্যাট ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে আফ্রিকার মোট ৫৪টি দেশ। দলগুলোকে ভাগ করা হয়েছে নয়টি গ্রুপে। প্রতিটি গ্রুপে লড়বে ৬টি দল। প্রতি গ্রুপের বিজয়ী দল প্রথমবারের মতো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপের মূল পর্বে অংশ নিবে।
সেরা চার গ্রুপ রানার্সআপ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। সেখান থেকে একটা দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে। এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে ৫টি দল খেলার সুযোগ পেত। নতুন ফরম্যাট করায় এবার ৯টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।