লিটকন-মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ব্যানারে ‘হ্যাক মি ইফ ইউ ক্যান’ শিরোনামে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সম্মেলন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও আইসিটি বিভাগের সহায়তায় ডিজিটাল নিরাপত্তা সংস্থার অংশীদারিত্বে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিযোগিতায় রিভার্স ইঞ্জিনিয়ারিং, ওয়েব হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোসহ ৮ ক্যাটাগরিতে ৩০টি সমস্যা সেট করা হয়। প্রাথমিক প্রতিযোগিতায় ৭২টি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ৩৫১টি দল অংশগ্রহণ করে। শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।