প্রকৃতিতে চলছে গ্রীষ্মকাল। মাঝেমধ্যে বৃষ্টি হলেও কমছে না ভ্যাবসা গরম। এ পরিস্থিতে বড়দের পাশাপাশি কয়েক মাসের শিশু থেকে শুরু করে স্কুল পড়ুয়া শিশুরাও কাহিল হয়ে পড়ছে। গরমে অনেক শিশুরই ঘামাচির সমস্যা দেখা দিচ্ছে।
বেশি ছোট শিশুরা সমস্যা বলতে না পারায় কান্নাকাটি জুড়ে দেয়। আবার স্কুল পড়ুয়া শিশুরাও ঘামাচির সমস্যায় অস্থির থাকে। এ ধরনের সমস্যা কমাতে কী করবেন-১. বাড়িতে থাকলে শিশুকে দিনে দুই বার গোসল করাতে পারেন।