বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৭৭ হাজার ৫৪ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪৪ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৬ কোটি ৯ লাখ ৯৬ হাজার ২২ জন।
শুক্রবার (১৯ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রোমানিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় রোমানিয়ার পরেই দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, হংকং ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর অবস্থান।