নিউ জিল্যান্ডের নেতৃত্ব পেয়ে স্যান্টনারের স্বপ্নপূরণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৫

লাল বলের ক্রিকেটে সম্প্রতি পুনরুজ্জীবিত হয়েছে মিচেল স্যান্টনারের। নিজের সবশেষ দুই টেস্টেই হয়েছেন ম্যান অব দা ম্যাচ। এবার বড় সুখবর পেলেন তিনি অন্য দুই সংস্করণে। সাদা বলের ক্রিকেটে নিউ জিল্যান্ডের নতুন অধিনায়ক এই অলরাউন্ডার।


অধিনায়কত্ব অবশ্য তার জন্য নতুন নয়। নিউ জিল্যান্ডের সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে গত মাসে শ্রীলঙ্কায় অধিনায়ক ছিলেন তিনিই। এখনও পর্যন্ত মোট ২৪ টি-টোয়েন্টি ও ৪ ওয়ানডেতে তিনি টস করেছেন দেশের হয়ে। তবে সবই ছিল ভারপ্রাপ্ত দায়িত্বে। পূর্ণকালীন দায়িত্ব পেলেন তিনি প্রথমবার।


গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর নিউ জিল্যান্ডের রঙিন পোশাকের দলের অধিনায়কত্ব ছেড়ে দেন কেন উইলিয়ামসন। তার জায়গায় টম ল্যাথাম দায়িত্ব পাবেন বলেই মনে হচ্ছিল। নানা সময়ের ভারপ্রাপ্ত দায়িত্বে ৪৪ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে বেশ সফল ছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us