রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে বিশ্ব

যুগান্তর রস ডাউথ্যাট প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১১:১১

ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর পর গত নয় মাসে বিশ্বব্যাপী নতুন সংকট দেখা দিয়েছে।


কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বেনেট ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি এ বিষয়ে যুদ্ধ শুরুর আগে ও পরে বিশ্বের মানুষের মতামত নিয়ে এক দীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে।


এতে যে তথ্য উঠে এসেছে, তাতে তেমন অবাক হওয়ার কিছু নেই, কারণ এ সংঘাত পূর্ব এশিয়ার উন্নত গণতান্ত্রিক দেশ এবং ইউরোপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের মানুষের মনোভাবকে রাশিয়া ও চীনের বিরুদ্ধে আরও বদলে দিয়েছে। বলতে গেলে, আরও আমেরিকামুখী করেছে।


কিন্তু গণতান্ত্রিক এ ব্লকের বাইরে এ প্রবণতা কিন্তু একেবারেই আলাদা। এক রিপোর্ট অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের এক দশক আগেও ইউরেশিয়া থেকে শুরু করে আফ্রিকার উত্তর ও পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত দেশগুলোয় এ জনমত পশ্চিমাদের পক্ষে যাই থাকুক না কেন, যুদ্ধ শুরুর পর তা রাশিয়ার দিকেই বেশি ঝুঁকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us