মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় স্মার্টফোন বিক্রি ৭ বছরের সর্বনিম্নে

বণিক বার্তা প্রকাশিত: ১৮ মে ২০২৩, ১০:১১

সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগের কারণে বিশ্বের বিভিন্ন ব্যবসা খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে স্মার্টফোনের বাজার এতে বেশি প্রভাবিত হয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়ও নেতিবাচক প্রভাব দেখা গেছে। ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে এ দুটি অঞ্চলে স্মার্টফোন বাজারজাত বা বিক্রি সাত বছরের সর্বনিম্নে চলে এসেছে। সম্প্রতি নতুন একটি জরিপে এ তথ্য জানা গেছে। খবর দ্য ন্যাশনাল।


ইন্ডাস্ট্রি আপডেটের প্রান্তিক প্রতিবেদনে কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, মার্চে শেষ হওয়া প্রান্তিকে অঞ্চলগুলোয় বার্ষিক স্মার্টফোন বাজারজাত ১১ শতাংশ কমেছে। ২০১৬ সালের প্রথম প্রান্তিকের পর যা সব থেকে কম। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে বেশ কয়েকটি বিষয় প্রভাব বিস্তার করেছে। এর মধ্যে রয়েছে উচ্চমূল্যস্ফীতির হার, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ও গ্রাহক পর্যায়ে কম চাহিদা।এর ফলে অরিজিনাল ইকুইফমেন্ট উৎপাদনকারীরা (ওইএম) ইনভেন্টরি সংশোধন, চ্যানেলের দক্ষতা বৃদ্ধি ও খরচ কমানোর মাধ্যমে নিম্নমুখী অবস্থানে ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us