বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২৩, ১০:৫১

শুরু হলো বৃষ্টি দিন। আর বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় যা খেয়াল না রাখলেই পড়তে হবে বিপাকে-



  • বৃষ্টির দিনে বাইরে যাওয়ার জন্য উজ্জ্বল রঙের পোশাক পরুন।

  • সুতির চেয়ে সিল্ক বা জর্জেটের পোশাক ব্যবহার করুন। কেননা এই পোশাক সহজেই শুকিয়ে যায় 

  • বর্ষায় বাইরে বেড় হওয়ার সময় অপরিহার্য উপাদান হচ্ছে ছাতা। দেশের সব শপিং সেন্টারেই ছাতা পাওয়া যায়

  • ইদানিং উজ্জ্বল রঙের ছাতা পাওয়া যায় যেগুলো আকারে ছোট, দেখতে সুন্দর, বহন করাও সহজ।

  • বৃষ্টিতে রেইনকোট পরতে পারেন। রেইনকোট পরার অভ্যাস থাকলে যে কোনো পোশাকই পরতে পারবেন, নষ্ট হবেনা 

  • বর্ষায় জুতা বা স্যান্ডেল নির্বাচনে সতর্ক ও যত্নবান হন। রাবারের স্যান্ডেল এসময়ের জন্য উপযোগী

  • রেইনবুট ব্যবহার করতে পারেন। মেয়েরা বাইরে যাওয়ার সময় অবশ্যই উচু জুতা এড়িয়ে চলুন। নয়তো ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

  • সাজগোজের ক্ষেত্রে ওয়াটার প্রুফ কসমেটিকস ব্যবহার করুন। ঘড়ির বেলায়ও একই কথা 

  • সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ এবং প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য চামড়ার ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ফ্যাশনেবল ব্যাগ ব্যবহার করুন 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us