২০২২-২৩: কৃষি, শিল্প ও সেবায় কম প্রবৃদ্ধির প্রভাব জিডিপিতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২৩, ০৯:৩৮

বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা কৃষি, শিল্প ও সেবা খাতে আগের অর্থবছরের চেয়ে প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রভাবে চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে নেমে এসেছে।


সাময়িক হিসাবে (মার্চ পর্যন্ত) স্থির মূল্যে প্রবৃদ্ধি ৬ দশমিক ০৩ শতাংশ হবে বলে বিবিএসের প্রাক্কলন বলছে।


এ হিসাবে চলতি অর্থবছর শেষে জিডিপির আকার দাঁড়াবে ৪৪ লাখ ৩৯ হাজার ২৭৩ কোটি টাকা। গত ২০২১-২২ অর্থবছরে যা ছিল ৩৯ লাখ ৭১ হাজার ৭১৬ কোটি টাকা।


মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জিডিপি প্রাক্কলনের বিস্তারিত তথ্য প্রকাশ করে। এর আগে বৃহস্পতিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাময়িক হিসাবে প্রবৃদ্ধির হার জানিয়েছিলেন।


চলতি অর্থবছরের জন্য সরকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছিল ৭ দশমিক ৫০ শতাংশ। এরপর অর্থ মন্ত্রণালয় তা ৬ দশমিক ৫০ শতাংশে সংশোধন করে।

গত ২০২১-২২ অর্থবছরে চুড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ১০ শতাংশ। এর আগে অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। আর মহামারীর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশে।


বিবিএস এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নিয়ম অনুযায়ী দেশের অর্থনীতির প্রধান চলকগুলোর তথ্য নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করি। মাঠ পর্যায় থেকে যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী যে হিসাব পাওয়া গেছে সেটির ভিত্তিতেই এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।”


বিবিএসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের অর্থবছরের চেয়ে প্রধানত কৃষি, শিল্প, উৎপাদন ও সেবা খাতের প্রবৃদ্ধি চলতি অর্থবছরের প্রাক্কলনে কমে যাওয়ার প্রভাব দেখা গেছে সার্বিক প্রবৃদ্ধির সাময়িক হিসাবে।


চলতি অর্থবছর কৃষিখাতে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ২ দশমিক ৬১ শতাংশ, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ৩.০৫ শতাংশ।


এবার শিল্পে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮.১৮ শতাংশ, আগের অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৯.৮৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

৩০ কোটি টাকায় জলাবদ্ধতা দূর করতে চায় চসিক!

সমকাল | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ বছর, ৫ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us