ওয়েব ডিজাইনে সাব্বিরের সাফল্য

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৩, ১৩:১৬

মুহাম্মদ সাব্বির আহমেদ। একজন প্রতিষ্ঠিত ওয়েব ডিজাইনার। দীর্ঘদিন যাবত কাজ করছেন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবার ডটকমে। জন্ম ও বেড়ে উঠা নরসিংদীর ঘোড়াশালে। তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের গল্প জানাচ্ছেন রায়হান আহমেদ তামীম।


কিশোর বয়সেই ইচ্ছে ছিল কম্পিউটার প্রোগ্রামিং শেখার। আর্থিক টানাপোড়েনে কম্পিউটার কেনার সামর্থ্য হয়নি। দীর্ঘদিন টিউশনের টাকা জমিয়ে এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে এসএসসি পরীক্ষার পর কম্পিউটার কেনেন সাব্বির। এরপর গুগল ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ওয়েব ডিজাইনের কাজ শেখা শুরু করেন। শখের বশে ডিজাইনিং শিখলেও বছরখানেক পর হঠাৎ তার মনে হয়, যতটুকু শিখেছেন তা কাজে লাগিয়ে ইনকাম করা যায়। এই ভাবনা থেকেই ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউবে টিউটোরিয়াল দেখে ফাইবারে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করেন। অভিজ্ঞতা না থাকায় একমাস চেষ্টার পর মাত্র দু'টি কাজ পান তিনি। তবে অনবরত চেষ্টা চালিয়ে যাওয়ায় ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়তে থাকে তার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us