পঁচাত্তরের নভেম্বরে তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে মামলা ‘সরকারের সুদূরপ্রসারী রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৪৮ বছর পরে একটা ঘটনাকে সম্পূর্ণ সর্বৈব মিথ্যাভাবে সাজানো হয়েছে। এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শেখ হাসিনা ও তাঁর কুশীলবরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এই মামলা সেই ষড়যন্ত্রের একটি ঘৃণ্য উদাহরণ মাত্র।
গতকাল রোববার গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ যখন গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন শুরু করেছে; যখন মানুষ রাস্তায় বের হতে শুরু করেছে; যখন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের ওপরে জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রবল চাপ সৃষ্টি হয়েছে, তখন এ ধরনের মামলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে রয়েছে সরকারের সুদূরপ্রসারী রাজনৈতিক ষড়যন্ত্র।