রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ৯ হাজার মেট্রিক টন কয়লা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মে ২০২৩, ২১:০৮

অবশেষে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় হাজার মেট্রিক টন কয়লা পৌঁছেছে।  


শনিবার (১৩ মে) দিনগত রাতে তিনটি লাইটারে করে চট্টগ্রাম বন্দর থেকে কয়লাগুলো এ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়।


এর আগে গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বসুন্ধরা ইমপ্রেস’। গত ৯ মে চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি।


রোববার (১৪ মে) বিকেলে ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডর খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লার মধ্যে নয় হাজার মেট্রিক টন কয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১০ হাজার মেট্রিক টন কয়লা আগামী সোমবার (১৫ মে) মোংলার বঙ্গবন্ধু-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র আনা হবে। এরপর জাহাজে থাকা ৩০ হাজার মেট্রিক টন কয়লা আনা হবে মোংলা বন্দরে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us