You have reached your daily news limit

Please log in to continue


স্বচ্ছন্দের দুনিয়ার বাইরে জাহ্নবী

‘মিলি’ আর ‘গুঞ্জন সাক্সেনা’র পর আবারও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। গত বুধবার এক বিবৃতিতে শ্রীদেবীকন্যা বলেছেন, ‘সুধাংশু সারিয়ার ‘উলঝ’ ছবির প্রস্তাব পাওয়ার পর থেকেই আমি আর্কষণ বোধ করছি। কারণ, অভিনয়শিল্পী হিসেবে সব সময় এমন চিত্রনাট্যের সন্ধানে থাকি, যা আমাকে আমার স্বচ্ছন্দের দুনিয়ার বাইরে টেনে বের করে নিয়ে আসবে। এই ছবিতে এমন এক চরিত্রে অভিনয় করছি, যা আইএফএসের (ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস) দুনিয়া ঘিরে আবর্তিত হয়েছে।’

নিজের চরিত্র প্রসঙ্গে জাহ্নবী আরও বলেন, ‘ছবির নামের মতোই এর গল্পে আর আমার চরিত্রে অনেকগুলো স্তর এবং আবেগ আছে। একদিকে আমার জন্য এটা চ্যালেঞ্জিং, আবার আমাকে ভীষণভাবে উত্তেজিতও করছে।

সুধাংশুর চোখ দিয়ে দর্শক আমাকে নতুন এক চরিত্রে দেখবেন ভেবেই আমি রোমাঞ্চিত। এই ছবির মাধ্যমে আবার একদল তুখোড় অভিনেতার সঙ্গে কাজ করা হবে। সত্যি বলতে, আমার আর তর সইছে না। আর জংলি পিকচার্সের মতো স্টুডিওর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন