মণিপুর ভারতের ছোট একটি প্রদেশ। রাজধানী নয়াদিল্লি থেকে হাজার মাইল দূরে মিয়ানমারের সামীন্তবর্তী এই প্রদেশটিতে নানা ধর্ম ও জাতির জনগোষ্ঠী বাস করে। উত্তর-পূর্ব ভারতের যে সাতটি রাজ্যকে একসঙ্গে ‘সেভেন সিস্টার’ বলা হয় মণিপুর তার মধ্যে একটি।
ভারতের অন্য বড় বড় রাজ্য ও রাজনৈতিকভাবে প্রভাবশালী অঞ্চল উত্তর প্রদেশ, গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি রাজধানী দিল্লিতে আলোচিত হলেও উত্তর-পূর্বের ছোট রাজ্য মণিপুরের রাজনৈতিক আলোচনা রাজধানী দিল্লি পর্যন্ত পৌঁছে কিঞ্চিৎই। কেন্দ্রীয় রাজনীতিতে মণিপুরের গুরুত্ব নেই বললেই চলে। মাত্র দুটি লোকসভা ও একটি রাজ্যসভার সিট রয়েছে মণিপুরে। খ্রিস্টান ও আদিবাসী অধ্যুষিত এই প্রদেশটিতে গত বিধানসভা নির্বাচনে বিজেপি কোয়ালিশন সরকার গঠন করার পর কিছুটা আলোচনায় ছিল রাজ্যের রাজনীতি।